ছবিটি মূলত 'ডার্ক কমেডি'। ছবির নাম 'কালাকান্ডি' অনুপ্রাণিত হয়েছে এক মারাঠি গালিগালাজ থেকে। গোটা ফিল্মটিই কয়েকটি চরিত্রকে ঘিরে। কয়েকটি চরিত্রের সঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এখানে এক সূতোয় গেঁথে তুলে ধরেছেন পরিচালক । একটি রাতের অপরাধের একটি ঘটনা, দুজন মানুষের যৌনতা ঘিরে কাছে আসা, আর একটি বার্থডে পার্টিতে পুলিশের আগমন। সমস্ত ঘটনার জটাজাল মিলিয়ে তৈরি এই ছবি।
ছবিতে সাইফ ক্যানসারে আক্রান্ত। যদিও নিরামিষ ভাবেই জীবন কাটিয়েছে সে। না মদ, না সিগারেট, এমনকী মাখনেরও এন্ট্রি ছিল না তার পাকস্থলীতে। তা সত্ত্বেও জীবনের এই নিয়তির জবাবে সাইফ স্থির করে, না-করা সব কিছুকে চেখে দেখার। মাদকের স্বপ্নঘোরে শুরু হয় তার অ্যাডভেঞ্চার। সফরসঙ্গী সাইফের ছোট ভাই .... (কিছুটা অনুলিখন )
সব মিলায়ে মুভিটা বেশ ভালো লাগছে !! এই মুভির পরিচালকের Delhi Belly মুভিটা নিশ্চয় দেখেছেন ?? না দেখলে এইটাও দেখবেন ! সেই মজা পাবেন !
মুভিটা ক্রেজীতে আছে , আমি নরমাল টরেন্ট লিংক দিলাম , ডাইরেক্ট লিংক লাগলে নিজ দ্বায়িত্বে খুঁজে নিবেন !
No comments:
Post a Comment