Thursday, May 24, 2018

মুভি রিভিউ - Bangalore Days (2014)

IMDb - 8.3/10
Personal rating - 9.3/10
#error404noস্পয়লার
এয়ারটেলের স্লোগান আছে না একটা, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল? ব্যাঙ্গালোর ডেজ মুভিটাতে দেখবেন এমনই এক বন্ধুত্বের গল্প। আমার প্রিয় ৫টা মালায়ালাম মুভির মধ্যে এটা অন্যতম। তার উপর নিভিন দুলকার নাজরিয়া পার্বতী সব একসাথে। চরম সিনেমাটোগ্রাফ। 😍
কুঞ্জু (নাজরিয়া নাজিম), কুট্টান (নিভিন পাউলি) আর অর্জুন (দুলকার সালমান) ৩ জন সম্পর্কে কাজিন হলেও ছোটবেলা থেকে তাদের দৃঢ় বন্ধুত্ব। কুট্টান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অর্জুন বাইক মেকানিক আর শখের রেসার হলেও স্কুলের পর আর পড়েনি বাবা মায়ের ডিভোর্সের পর, কুঞ্জুর গ্র‍্যাজুয়েশন কমপ্লিট। ৩ জনেরই স্বপ্ন পুরো ব্যাঙ্গালোর ঘুরে দেখার। ব্যাঙ্গালোর তাদের স্বপ্নের শহর। কিন্তু মাঝখানে ফ্যামিলির চাপে কুঞ্জুর বিয়ে ঠিক হয়ে যায় দাস (ফাহাদ ফাসিল) এর সাথে। বিয়ের পর কুঞ্জু হাসব্যান্ডের সাথে চলে যায় ব্যাঙ্গালোর। খুব একা একা লাগে তার সেখানে, ২ বন্ধু কুট্টান ও আজুকে মিস করে অনেক। তাই কুঞ্জুকে নিয়ে ব্যাঙ্গালোর ঘুরে বেড়ানোর প্ল্যান বানায় কুট্টান আর অর্জুন। একে একে ব্যাঙ্গালোরে তাদের প্রত্যেকের জীবনে ঘটে ইন্টারেস্টিং কিছু ঘটনা। প্রেম, দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ নিয়ে জীবনকে নতুন করে কীভাবে তারা উপলব্ধি করে সেটা নিয়েই এর গল্প।
মুভিটা কিন্তু মোটেও প্রেডিক্টেবল না, তাই অল্প একটু দেখেই ফুল কাহিনী বুঝে ফেলার চান্স নাই। ছোটখাটো টুইস্ট আছে। মুভিটার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর গল্প। খুব সুন্দর একটা গল্প। জীবনে বন্ধু, পরিবার ও প্রিয় মানুষদের গুরুত্ব কতটা সেটা উপলব্ধি করতে পারবেন দেখে। IMDb top rated indian movies এ #48 নাম্বারে আছে এটা। ২০১৪ তে মালায়ালামের হাইয়েস্ট গ্রোসিং ফিল্মের মধ্যে একটা ছিল এটা। আর তাছাড়া এক মুভিতে নিভিন, দুলকার, নাজরিয়া, পার্বতী, নিথিয়ার মত প্রিয় অভিনেতাদেরকে একসাথে দেখতে পাবেন, ভাল না লেগে যাবে কই! 😍 সম্ভব হলে মুভিটা বেস্ট ফ্রেন্ডদের সাথে একসাথে দেখতে পারেন, ভাল লাগবে। বাংলা সাবও আছে। হ্যাপি ওয়াচিং! 😁

No comments:

Post a Comment

Followers