Thursday, May 24, 2018

বাংলা মুভি ও নাক সিটকানো

গ্রূপে বেশ কিছুদিন থেকে লক্ষ করছি, কমার্শিয়াল বাংলা মুভিগুলো নিয়ে খুব বাজে বাজে আলোচনা ও কমেন্ট হচ্ছে । 
শাকিব খান কিংবা আরেফিন শুভকে কে নিয়ে ট্রোল ও মজা করে হচ্ছে, শাকিব খান ও শুভ ভালো গেটআপে আসলেও তাদেরকে নিয়ে বলা হচ্ছে শাহরুখ কিংবা রণবীরের কপি। তাহলে বলিউড কার কপি করে সেটাও মাথায় রাখাটা জরুরি।
একটা কথা সমালোচনার সময় মানুষ ভুলেই যায় এটা বাংলা মুভি। আর বাংলা মুভিকে নিয়ে নাক সিটকালেই আপনি পুরোপুরি জাতে উঠে যাবেন।
সমালোচনা থাকবেই, মানুষ ভালো খারাপ বলবেই, কিন্তু সেটা গঠনমূলক করলেই না তারা সেটাকে শুধরে নিবে। কিন্তু খুব নোংরা ও অরুচিকর কথা বার্তায় কমেন্ট ভরা থাকে, যা গ্রূপের পরিবেশ ব্যাপক ভাবে নষ্ট হচ্ছে। এডমিনরাও এই বিষয়ে নিষ্ক্রিয় মনে হয়েছে আমার কাছে।
কখনো মনে হয়েছে, আমি "মুভি লাভার্স অব বাংলাদেশ" নাকি "মুভি হেটার্স অব বাংলাদেশ" গ্রূপে যুক্ত আছি।
নিজের দেশের অভিনেতাদের আপনি নিজেই যদি খারাপ বলেন, অন্য দেশের লোকেরা কি বলবে?
এত সীমাবদ্ধতার মধ্যেও যে তারা ঢাকা এট্যাক, আইনাবাজি, অজ্ঞাতনামা বানাচ্ছেন, অনেকেই চেষ্টা করছেন, এটাই বা কম কিসের।
আপনি কি জানেন একটা বাংলা মুভির বাজেট কত থাকে আর একটা বলিউড/হলিউড মুভির বাজেট কত থাকে।
এটা সম্পূর্ণ আমার মত যে, একটা ভালো বলিউড মুভির বাজেট ও প্রযুক্তি যদি বাংলাদেশি ভালো ডিরেক্টরকে (অমিতাভ, তৌকির, গিয়াসউদ্দিন সহ কয়েকজন) দেয়া যেত সে বলিউডের চেয়ে ভালো মুভি বানাতো।
কিছু বলার থাকলে গঠনমূলক সমালোচনা করুন, সেটা অভিনেতা, পরিচালক, দর্শক সবার জন্যই ভালো হবে। কিন্তু নোংরা কথা বলবেননা দয়া করে।
ধন্যবাদ।
পোস্টার ফর এটেনশন

No comments:

Post a Comment

Followers