Thursday, May 24, 2018

মুভি রিভিউ - Charlie (2015)

মুভি রিভিউ - Charlie (2015)
IMDb - 7.8/10
Personal - 9.4/10

এই মুভি দেখেননি এমন কোনো মুভিখোর আছে বলে মনে হয় না। এটা আমার দেখা সেরা ইন্ডিয়ান মুভিগুলোর একটা। দুলকার সালমানের ফ্যান হয়ে গিয়েছিলাম চার্লি দেখে। মাস্টারপিস একটা মুভি 😍

মুভিতে ভ্রমণপ্রিয় চঞ্চল মেয়ে টেসা (পার্বতী) একজন গ্রাফিক আর্টিস্ট। ফ্যামিলি তাকে জোর করে বিয়ে দিতে চাইলে সে বান্ধবীর পরামর্শে পালিয়ে কেরালায় একটা বাসা ভাড়া নিয়ে লুকিয়ে থাকে। বাসাটা অগোছালো, অপরিষ্কার আর অদ্ভুত সব জিনিসে ভরা। সে জানতে পারে বাসাটায় অদ্ভুত স্বভাবের রহস্যময় ভবঘুরে এক মানুষ থাকতো, নাম ছিল চার্লি (দুলকার সালমান)। ঘর গোছানোর সময় সে পায় একটা অসম্পূর্ণ স্কেচবুক, সেখানে চার্লি এঁকে রেখেছিল গত বছরের নিউ ইয়ারস ইভে ঘটা অদ্ভুত এক কাহিনী, তার বাসায় ঢোকা চোরের সাথে বন্ধুত্ব করে চুরি করতে বের হওয়া! সেই কাহিনীটা এতই ইন্টারেস্টিং ছিল যে, টেসা বাকি অসম্পূর্ণ কাহিনী জানার জন্য উদগ্রীব হয়ে পড়ে, আর চার্লিকে খুঁজতে বেড়িয়ে পড়ে। পদে পদে সে দেখা পায় চার্লির পরিচিত অনেক মানুষকে, আর আরো জানতে পারে তার সম্পর্কে। ওর কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, নেই কোনো পরিচয় বা বাড়ি। কিন্তু সে সবার উপকার করার চেষ্টা করে, অন্যকে সুখী দেখতে চায়। টেসা একবারের জন্যও চার্লিকে দেখেনি, তবুও তাকে ভাল লেগে যায় তার। চার্লিকে খুঁজতে আরো মরিয়া হয়ে উঠে সে। শেষ পর্যন্ত কি সে চার্লির দেখা পেল? পেলেও কীভাবে পেল? সেটা মুভি দেখলেই বুঝবেন। 😀

যারা হিমুর বই পড়েছেন তাদের কাছে চার্লির চরিত্রটা হিমুর কাছাকাছি মনে হবে। উদ্দেশ্যহীন, রহস্যপ্রিয়, ভবঘুরে একটা চরিত্র। অনেক অমিল আছে অবশ্য। মুভিতে চার্লি অ্যালকোহলপ্রিয় না হলে আরো ভাল লাগত, ১০ এ ১০ দিতাম। দুলকার নিজের সেরা অভিনয়টা দিয়েছে এখানে। জোস একটা ক্যারেক্টার। সত্যি বলতে, এই মুভিকে কোনো রেটিং দিয়ে প্রকাশ করা যাবে না। অদ্ভুত সুন্দর একটা মুভি, না দেখলে সত্যিই দারুণ কিছু মিস করবেন। হিন্দি ডাব নেই, তবে বাংলা সাব আছে, তাই দেখে আরো মজা পাবেন। হ্যাপি ওয়াচিং! 😁

No comments:

Post a Comment

Followers